দৌলতখানে একদিনে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ দু’জনের মৃত্যু

এম এ আশরাফ, নিজস্ব প্রতিবেদকঃ
ভোলার দৌলতখানে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে শিশুসহ ২ জন। ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় তাহিয়া নামে ৪ বছরের এক শিশু নিহতের ঘটনা ঘটে। মঙ্গলবার(১৮ মার্চ) বিকাল সাড়ে ৩টায় চরখলিফা গ্রামের হেলিপ্যাড রোডে এ দুর্ঘটনা  ঘটে।
প্রত্যক্ষদর্শী ও শিশুর পরিবার জানায়,  বিকেলে বাড়ির সামনে রাস্তার পাশে দাড়িয়েছিল শিশুটি। এমন সময় দ্রুতগামী একটি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে শিশুটিকে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন। মঙ্গলবার রাত ৪টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। নিহত তাহিয়া চরখলিফা ৭ নং ওয়ার্ডের বাসিন্দা ইকরামের মেয়ে।
অপর দিকে ভোলার উপশহর বাংলাবাজারে টেকনিক্যাল কলেজের সামনে ভোলা- চরফ্যাশন আঞ্চলিক সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় আবদুস সত্তার নামে এক মাদ্রাসার সুপার গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পিজি হাসপাতালে ভর্তি করলে বুধবার ভোর ৫টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান দুর্ঘটনায় নিহতের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।