বিশিষ্ট ব্যাক্তিবর্গদের নিয়ে মানিকগঞ্জ জামায়াতের ইফতার মাহফিল 

মোমিনুর রহমান, মানিকগঞ্জ:

বাংলাদেশ জামায়াতে ইসলামী, মানিকগঞ্জ জেলা শাখার উদ্যোগে মানিকগঞ্জ ডায়মন্ড প্লাজায় অডিটোরিয়ামে ৪.৩০ মিনিটে বাংলাদেশ জামায়াতে ইসলামী মানিকগঞ্জ জেলা শাখার আমির মাওলানা হাফেজ কামরুল ইসলামের সভাপতিত্বে,সেক্রেটারি মাওলানা নুরুল ইসলামের পরিচালনায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে প্রোগ্রামের কার্যক্রম শুরু হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা উত্তর অঞ্চলের টিম সদস্য।হযরত মাওলানা দেলওয়ার হুসাইন
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,আজ ১৭ রমজান, ঐতিহাসিক বদর দিবস। এ দিনটি মুসলিম উম্মাহর কাছে খুবই গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ। মুসলিম ইতিহাসের প্রথম সশস্ত্র যুদ্ধ বদর। হিজরি দ্বিতীয় সনের ১৭ রমজান মদিনা থেকে প্রায় ৭০ মাইল দূরে বদর প্রান্তরে সংঘটিত হয়েছিল বিশ্বাসী ও অবিশ্বাসীদের লড়াই‘বদরযুদ্ধ’। ইসলামের ইতিহাসে এক বিশেষ গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে এ যুদ্ধ।বদর দিবসের সত্যিকারের শিক্ষা গ্রহণ করতে পারলেই মুমিনজীবনে দুনিয়াবি ও আখেরাতে সফলতা অর্জন করা সম্ভব হবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মানিকগঞ্জ -৩ আসনের সংসদ জামায়ের মনোনীত প্রার্থী জনাব ডাক্তার আবু বকর সিদ্দিক।
রাজনৈতিক নেতাদের মধ্যে বক্তব্য রাখেন:- জনাব মফিজুল ইসলাম খান কামাল, তিনি বলেন জামায়াত ইসলামি যারা করেন তারা সবাই ভালো মানুষ। আমি আমার জীবদ্দশায় জামায়াত মধ্য কোন খারাপ লোক দেখি নাই।
বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  উক্ত ইফতার মাহফিলে মুক্তিযোদ্ধা,  জুলাই বিপ্লবের শহীদ পরিবারে সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী,শিক্ষক, সাংবাদিক, আইনজীবী সহ সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্টজন উপস্থিত ছিলেন।

আরো উপস্হিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি হযরত মাওলানা নিজামুদ্দিন জমিয়াতে উলামায়ে বাংলাদেশের জেলা সেক্রেটারি মাহবুব কারি ওবায়দুল্লাহ ইসলামী যুব মজলিসের মানিকগঞ্জ জেলা সভাপতি দেওয়ান তানজিল আহমদ।বাংলাদেশ জামায়াতে ইসলামীর থানা ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জুলাই বিপ্লবের মানিকগঞ্জের ৩ শহীদ পরিবারের মাঝে ঈদ উপলক্ষে ১০ হাজার করে টাকা ও শহীদ স্মারক উপহার দেওয়া হয়।