
মোঃ রিয়াজ উদ্দিন, চট্টগ্রাম:
চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক আলহাজ্ব এরশাদ উল্লাহ বলেছেন, তারেক রহমান ঘোষিত দলের প্রস্তাবিত ৩১ দফা বাস্তবায়িত হলে রাষ্ট্র কাঠামো যথাযথভাবে পরিপূর্ণতা পাবে এবং প্রতিটি প্রতিষ্ঠান স্বাধীন ও স্বতন্ত্রভাবে কাজ করতে পারবে। ভঙ্গুর রাষ্ট্র ব্যবস্থা মেরামতের জন্য প্রয়োজন ৩১ দফা বাস্তবায়ন। ৫ আগস্ট গণঅভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশ গড়বার সময় এখন। যে বাংলাদেশের স্বপ্ন দেখেন ১৮ কোটি জনতা। যে বাংলাদেশে মানুষে মানুষে কোনো বৈষম্য থাকবে না। ধর্মীয় বিশ্বাস কিংবা রাজনৈতিক দর্শনের কারণে কোনো মানুষের মধ্যে পার্থক্য করা হবে না-এমন বাংলাদেশই আজ মানুষের প্রত্যাশা। সেই প্রত্যাশা পূরণের জন্য ১৮ কোটি মানুষ যে ব্যক্তির দিকে তাকিয়ে আছে তিনি আমাদের প্রিয় নেতা তারেক রহমান। কিন্তু, তারেক রহমানের পক্ষে এই ১৮ কোটি জনতার স্বপ্ন পূরণ করা কখনোই সম্ভব হবে না যদি বিএনপি কর্মীরা তার সাথে সহযোদ্ধা না হন। সবাই গত ১৭ বছরে তারেক রহমানের সহযোদ্ধা ছিলেন বলেই শেখ হাসিনাকে পদত্যাগ করে বাংলাদেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।
তিন আজ রবিবার (২৩ ফেব্রুয়ারি) বিকালে রাষ্ট্রকাঠামো মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নয়াহাট অনন্যা কমিউনিটি সেন্টারে ৩নং ওয়ার্ড পাঁচলাইশ থানা বিএনপি’র কর্মশালা ও প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনরি যুগ্ম আহবায়ক সৈয়দ আজম উদ্দিন বলেন, তারেক রহমান ঘোষিত দলের প্রস্তাবিত ৩১ দফা বাস্তবায়িত হলে রাষ্ট্র কাঠামো যথাযথভাবে পরিপূর্ণতা পাবে এবং রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠান স্বতন্ত্রভাবে কাজ করতে পারবে।
৩ নং ওয়ার্ড পাঁচলাইশ থানা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ ইলিয়াস’র সভাপতিত্বে ও ৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আবুর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য মো: ইউসুফ, বায়েজিদ বোস্তামী থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদের জসিম।