![InShot_20250205_200304203](http://priyodeshnews.com/wp-content/uploads/2025/02/InShot_20250205_200304203-696x522.jpg)
ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থেকে গেল সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ১১ টায় বিদ্যালয়ে যাবার জন্য বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি মোঃ হাসিব(১১)। হাসিব ৪৩ নং এওয়াজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্র। হারিয়ে যাবার সময় হাসিবের পড়নে ছিলো লাল টি-শার্ট ও জিন্স প্যান্ট।
হাসিব শশীভূষণ থানার পশ্চিম এওয়াজপুর গ্রামের ১ নং ওয়ার্ডের আমির হোসেন মেম্বার বাড়ির ফখর উদ্দিনের সন্তান।
বুধবার(৫ ফেব্রুয়ারি) নিখোঁজ হাসিবের সন্ধান চেয়ে শশীভূষণ থানায় সাধারণ ডায়েরি করেন তার মা শাহানাজ বেগম।ডায়েরি নং ১৭৮।
যদি কোন সহৃদয়বান ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকেন।
যোগাযোগ করবেন। 01757807115(বাবা) 01712364507(কাকা) 01683958575 (ভাই)।