টাঙ্গাইলের মধুপুর সমাজসেবা কর্মকর্তার দুর্নীতি ও অনৈতিক কর্মকান্ডের বিরুদ্ধে মানববন্ধন

টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলের মধুপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোস্তফা হোসাইন এর বিরুদ্ধে নানাবিধ দুর্নীতি ও অনৈতিক কর্মকান্ডের অভিযোগ তুলেছেন বয়স্ক, প্রতিবন্ধী ও বিধবা ভাতাভোগীরা।

এ সকল অভিযোগের ভিত্তিতে সোমবার (১৮ নভেম্বর) সকালে মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালের সামনে মেম্বার ফোরামের ব্যানারে মানববন্ধন করেন ভাতাভোগী ভুক্তভোগীরা।

মানববন্ধনে অংশ নেওয়া মধুপুর উপজেলার ৩ নং বেরিবাইদ ইউনিয়নের চুনিয়া এলাকার বাসিন্দা মাজেদা বেগম বলেন, ‘আগে আমি নিয়মিত বয়স্কভাতা পেলেও এখন আর পাই না। পরে জানতে পারি, আমার আশেপাশের অনেকেই ভাতার টাকা পাননি। পরে আমরা সমাজসেবা কার্যালয়ে যোগাযোগ করলে বলা হয়, আমাদের টাকা অন্য কেউ তুলে নিয়েছে। কিন্তু তা কি ভাবে সম্ভব না?

একই উপজেলার শোলাকুড়ী ইউনিয়নের কুড়ালিয়া এলাকার বাসিন্দা আয়শা বেগম বলেন, কেউ যদি আমাদের টাকা বের করে নেয় তাহলে তারও তো প্রমাণ থাকে। সেই প্রমাণও আমাদের দেওয়া হচ্ছে না। কোনও বিষয়ই আমাদের জানানো হচ্ছে না।

এ সময় উপজেলার বেরিবাইদ, গোলাবাড়ি, আলোকদিয়া, অরনখোলা ইউনিয়নের বিভিন্ন এলাকার বাসিন্দারা ভুক্তভোগী ভাতার টাকা না পাওয়ায় মানববন্ধনে অংশ নেন। তারা জানান, তাদের মতো অনেকেই আছেন যারা ভাতার টাকা পাননি।

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত মধুপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোস্তফা হোসাইন বলেন, এই ধরনের অভিযোগ আসলে তা খতিয়ে দেখব।