কামড় দেওয়ার পর সাপ নিয়ে হাসপাতালে কৃষক

গোখরা সাপের কামড় খেয়ে জীবন্ত সাপ নিয়ে হাসপাতালে এলেন রফিকুল ইসলাম (৫০) নামে এক কৃষক। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে নাটোর জেলার লালপুর উপজেলার রামকান্তপুর গ্রামে এ ঘটনা ঘটে। রফিকুল ইসলাম উপজেলার একই এলাকার মৃত করিম প্রামানিকের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাড়িতে গরুর খাবার দিতে গোয়াল ঘরে যান কৃষক রফিকুল ইসলাম। এসময় খড় নেওয়ার সময় একটি গোখরা সাপ তার ডান হাতে আঙ্গুলে কামড় দেয়। পরে সাপটি খুঁজে বের করে ধরে একটি বালতিতে ভরেন। জ্যান্ত সাপটি নিয়ে কৃষক রফিকুল ইসলাম লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসে। পরে হাসপাতালের চিকিৎসকরা তাকে হাসপাতালে ভর্তি করেন। পর ওই সাপটিকে স্থানীয়রা পিটিয়ে মেরে ফেলে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কেএম শাহাবুদ্দিন বলেন, ওই ব্যক্তির হাতে একটি গোখরা সাপে কামড় দিলে তিনি সাপসহ হাসপাতালে আসেন। পরে তাকে কর্তব্যরত চিকিৎসক হাসপাতালে চিকিৎসাসেবা প্রদান করেন। পরবর্তীতে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।