দুর্নীতি: অভিযুক্ত জিম্বাবুয়ের স্বাস্থ্যমন্ত্রী জামিনে মুক্ত
প্রায় ২০ মিলিয়ন ডলারের একটি চুক্তি হাঙ্গেরির একটি কোম্পানিকে কোনো যথাযথ প্রক্রিয়া ছাড়া দিয়ে দেয়ার অভিযোগ উঠেছে জিম্বাবুয়ের স্বাস্থ্যমন্ত্রী ওবাদিয়া মোয়োর ওপর। তাকে গ্রেফতার করে নেয়া হয় শুক্রবার। করোনাভাইরাস টেস্ট কিট ও সামগ্রীর একটি চুক্তি নিয়ে দুর্নীতির এই অভিযোগ উঠেছে।
ভাইরাস আতঙ্কের মধ্যেই ডোনাল্ড ট্রাম্পের প্রচারণা শুরু
করোনাভাইরাস লকডাউন শুরুর পর এই প্রথম যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি প্রচারণা র্যালির আয়োজন করেন।যেখানে প্রত্যাশার চেয়ে অনেক কম মানুষ জড়ো হয়। ১৯ হাজার মানুষের ধারণক্ষমতা সম্পন্ন একটি স্থানে ধারে কাছেও লোক হয়নি। এবং বাইরে যে জায়গায় মানুষ থাকার জন্য পরিকল্পনা করা হয়েছিল সেটাও বাতিল হয়েছে।যুক্তরাষ্ট্রে ২২ লাখের বেশি কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে এবং ১ লাখ ১৯হাজারের মতো মানুষ মারা গেছেন।
মাস্ক :বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ
গণপরিবহন, হাসপাতালের লোকদের, রোগীদের এবং দর্শনার্থীদের জন্য মাস্ক পরা বাধ্যতামূলক।বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে যেখানে সামাজিক দূরত্ব মানা সম্ভব না সেখানে কাপড়ের মাস্ক হলেও পরতে হবেই। যতদিন সম্ভব বাড়ি থেকে কাজ করা প্রয়োজন।প্রয়োজনে বের হলে গণপরিবহন এড়িয়ে চলা প্রয়োজন।
ভারতে চার লাখ ছাড়িয়েছে মোট রোগী শনাক্ত
ভারতে আরো ১৫ হাজারের বেশি নতুন রোগী শনাক্ত হয়েছে। ভারতে এখন চার লাখেরও বেশি রোগী শনাক্ত হয়েছে। যার মধ্যে সুস্থ হয়েছেন ২ লাখ ২৭ হাজারের মতো রোগী। ৩০৬ জন নতুন মারা গেছেন। এখন পর্যন্ত ভারতে ১৩ হাজার ২৫৪ জন মারা গেছেন।
হজ: সিদ্ধান্ত আগামী সপ্তাহে
বিশ্বজুড়ে মুসলমানদের ধর্মীয় যাত্রা হয় সৌদি আরবে, যেখানে প্রায় ২৫ লাখ মুসল্লী জড়ো হন।কিন্তু চলতি বছর সেটা হবে কি হবে না সেটা এখনো বলা যাচ্ছে না।সৌদি আরবের সরকার চাচ্ছে এটা সামনে এগিয়ে নিতে।২৮শে জুলাই শুরু হওয়ার কথা হজ্ব।সৌদি আরব হজে প্রতি বছর ৫ বিলিয়ন ডলার রাজস্ব তোলে।করোনাভাইরাসের কারণে ৯০ বছরের ইতিহাসে এটাই প্রথমবার যে হজ নিয়ে শংকা দেখা দিয়েছে।সৌদি আরব আজ থেকে দেশজুড়ে কারফিউ তুলে নিয়েছে তবে বাদবাকি কড়াকড়ি বহাল থাকবে।আর্থিক ও বানিজ্যিক কার্যক্রম শুরু হবে, কিন্তু আন্তর্জাতিক যাতায়াত বন্ধ থাকবে।
যুক্তরাজ্য থেকে স্পেনে গেলে কোয়ারেন্টিনের প্রয়োজন নেই
স্পেনের কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যুক্তরাজ্য থেকে যদি কেউ স্পেনে যায় তবে তাকে কোনো কোয়ারেন্টিন মানতে হবে না।গ্রীষ্মে অনায়াসে স্পেনের কোনো সমুদ্র সৈকতে কাটিয়ে দিতে পারবেন দীর্ঘদিন ঘরে থাকা ব্রিটিশরা।
বিশ্বব্যাপি লকডাউন শিথিলে করোনাভাইরাসের দ্বিতীয় ধাক্কা
বিশ্বজুড়ে চলছে লকডাউন শিথিল।কিন্তু করোনাভাইরাস কি চলে গেছে?ঠিক একশো বছর আগে স্প্যানিশ ফ্লুর দ্বিতীয় ধাক্কা ছিল বেশি ভয়াবহ।নিউজিল্যান্ডে ২৪ দিন পরেও রোগী পাওয়া গেছে। চীনের বেইজিংয়ে ৫০ দিন পরেও শনাক্ত হয়েছে রোগী।বিশেষজ্ঞরা বলছেন দ্বিতীয় ধাক্কা বলতে যা যা বুঝায় তা ইরানে ইতোমধ্যে দেখা যাচ্ছে।