কোটা আন্দোলন: ঢাকা কলেজের সামনে সংঘর্ষে নিহত ১

ঢাকা কলেজ এলাকায় কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় একজন মারা গেছেন। তার বয়স আনুমানিক ২৫। এখন তার মরদেহ আছে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে আছে।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, অজ্ঞাতনামা এক যুবককে (২৫) গুরুতর আহত অবস্থায় ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওই যুবকের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নামপরিচয় এখনও জানা যায়নি। এক পথচারী তাকে হাসপাতালে এনেছিলেন বলে শুনেছি।

বাচ্চু মিয়া আরও জানান, মৃত যুবক শিক্ষার্থী নাকি অন্য কেউ তা আমরা এখনও জানি না।