দেশে গত চব্বিশ ঘণ্টায় সবচেয়ে বেশি শনাক্ত,সবচেয়ে বেশি মৃত্যু

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে যে গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আরও ৩,৪৭১ জন করোনাভাইরাসে আক্রান্ত,এবং এ সময়ের মধ্যে দেশে আরও ৪৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হাসপাতালে মারা গেছেন ৩২ জন এবং বাসায় মারা গেছেন ১৪ জন।

এ নিয়ে দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১,০৯৫ জনে।আর করোনাভাইরাসে আক্রান্তদের মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮১,৫২৩ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় নতুন তিনটি সহ মোট ৫৯টি পরীক্ষাগারে ১৫,৯৯০টি নমুনা পরীক্ষা করা সম্ভব হয়েছে ।

এই সময়ে সুস্থ হয়েছেন ৫০২ জন। এ নিয়ে কোভিড-১৯ রোগ থেকে বাংলাদেশে মোট সুস্থ হয়েছেন ১৭,২৪৯ জন।২৪ ঘন্টায় আইসোলেশন থেকে মুক্ত হয়েছেন ১৮৮ জন এবং এখন আইসোলেশনে আছেন ৯০১২ জন।

অধ্যাপক নাসিমা সুলতানা আরো জানান, যারা মারা গেছেন, তাদের মধ্যে নারী নয় জন এবং পুরুষ ৩৭ জন ।

বয়সের হিসাবে:২১ থেকে ৩০ বছর: ১ জন , ৩১ থেকে ৪০ বছর: ৬ জন , ৪১ থেকে ৫০ বছর: ৩ জন , ৫১ থেকে ৬০ বছর: ১২ জন , ৬১ থেকে ৭০ বছর: ১৫ জন , ৭১ থেকে ৮০ বছর: ৭ জন , ৮১ থেকে ৯০ বছর: ১ জন এবং ১০০ বছরের বেশি বয়সী একজন মারা গেছে।

এদিকে ঢাকা বিভাগের বাসিন্দা ১৯ জন, চট্টগ্রাম বিভাগের ১১ জন, রাজশাহী বিভাগে ২ জন, সিলেট বিভাগে ৩ জন, বরিশাল বিভাগে ৩ জন, রংপুর বিভাগে ৫জন, খুলনায় ১ জন ও ময়মনসিংহ বিভাগে ২ জন মৃত্যুবরণ করেছেন।