কী কারণে কূটনৈতিক জোনে এমন খুন, খুঁজে বের করা হবে: আইজিপি

ঢাকার গুলশানের কূটনৈতিক জোনে পুলিশ সদস্যের গুলিতে আরেক পুলিশ নিহতের ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। শনিবার দিবাগত রাতে ঘটনার কিছুক্ষণের মধ্যেই তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন।

এসময় তিনি বলেন, রাত পৌনে ১২টার দিকে প্যালেস্টাইন দূতাবাসের সামনে পুলিশ সদস্য কাওসার আলীর গুলিতে আরেক পুলিশ সদস্য মনিরুল ইসলাম মারা যায়। আক্রমণকারীকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।

আইজিপি জানান, আমরা ঘটনাস্থল থেকে কিছু গুলি উদ্ধার করেছি। তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেয়া হবে। কী কারণে এমন ঘটনা ঘটেছে, সেটা জানতে জিজ্ঞাসাবাদ করা হবে।
মূল রহস্য বের করা হবে।

পুলিশ সদস্য কাওসার আলী সহকর্মীকে খুন করে অস্ত্র রেখে ঘোরাঘুরি করতেছিল বলেও জানানো হয়।