গ্রীন মোহনগঞ্জ সংগঠনের বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন

আহমেদ শরীফ রনি: সুন্দর পৃথিবী এবং নির্মল মোহনগঞ্জ গড়ার লক্ষ্যে গ্রীন মোহনগঞ্জ এর বৃক্ষরোপণ অভিযান এর উদ্বোধন ঘোষণা করা হয়। সংগঠনটি নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার আশপাশে সবুজ বনায়ন এর চিন্তাধারায় বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে। এর প্রথম ধাপ হিসেবে নেত্রকোণার মোহনগঞ্জ পৌর শিশুপার্কে সুন্দর পৃথিবী এবং নির্মল মোহনগঞ্জ গড়ার লক্ষ্যে বৃক্ষ রোপন অভিযান-২০২৪ এর কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার বিকালে পৌর শিশুপার্কে এ বৃক্ষ রোপন অভিযান আনুষ্ঠানিক ভাবে উদ্ভোধন করেন পৌর মেয়র লতিফুর রহমান রতন।

‘জীবন গঠনে হৃৎস্পন্দনে বাঁচি মোরা বৃক্ষের দানে সুন্দর পৃথিবী এবং নির্মল মোহনগঞ্জ গড়ার লক্ষ্যে ‘এই শ্লোগানকে সামনে রেখে মোহনগঞ্জ পৌর শিশুপার্কে গ্রীন মোহনগঞ্জের উদ্দ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

ইয়াছির আরাফাত রনির সঞ্চালনায় এসময় বক্তব্য প্রদান করেন ( মোহনগঞ্জ, বারহাট্টা সার্কেল) অতিরিক্ত পুলিশ সুপার সুমন কুমার দাস, অফিসার ইনচার্জ দেলোয়ার হোসেন, ব্যাংকার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সায়েম রহমান চৌধুরী, গ্রীন মোহনগঞ্জ এর সেচ্ছাসেবী আহমেদ শরীফ রনি, পৌর ইজারাদার কমিটির পক্ষে ইমন রাজ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তব্যে গ্রীন মোহনগঞ্জ এর বক্তারা বৃক্ষ রোপনে সবাইকে এগিয়ে আসার আহবান জানান।