পুকুর সেচতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত

বাউফল(পটুয়াখালী) প্রতিবেদক: টুয়াখালীর বাউফলে বৈদ্যুতিক পাম্প দিয়ে পুকুর সেচতে গিয়ে মো. মালেক মাঝি (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকাল ১০টার দিকে  চন্দ্রদ্বীপ ইউনিয়নের দিয়ারা কচুয়া গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত মালেক মাঝি একই ইউনিয়নের চর ওয়াডেল গ্রামের রশিদ মাঝির ছেলে। তার তিন মেয়ে ও স্ত্রী রয়েছেন। 

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, মালেক মাঝি পেশায় একজন জেলে। তেঁতুলিয়া নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। সম্প্রতি নদীতে মাছ না থাকায় বৈদ্যুতিক পাম্প দিয়ে পুকুর সেচেন। ঘটনার দিন দিয়ারা কচুয়া গ্রামের আবদুল চৌধুরী বাড়ির মসজিদের পুকুর সেচতে যান। 

পানি সেচার একপর্যায় পাম্পে যান্ত্রিকত্রুটি দেখা দেয়। মালেক মাঝি পাম্প ঠিক করতে পানিতে নামলে বিদ্যুৎপৃষ্ট হয়ে পানিতে মারা যান। পরে বিষয়টি টের পেয়ে স্থানীয়রা তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।

নিহতের মাসুম (৭), মাইশা (৩) ও  নাফিজা নামের দুই মাসের শিশু সন্তান রয়েছেন। 

তার স্ত্রী ছানিয়া বেগম (২৫) জানান, স্বামী মালেকই ছিল তার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। স্বামী হারিয়ে তিন সন্তান নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন ছানিয়া বেগম।