ঢাকার তেজগাঁওয়ে ট্রেনে অগ্নিসংযোগে চার ব্যক্তির প্রাণহানির ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, যারা অমানুষ, যারা জানোয়ার তারাই এসব ঘটনা ঘটাতে পারে। এ কাণ্ড যারা ঘটিয়েছে, নিরাপত্তা বাহিনী তাদের খুঁজে বের করবে।
বুধবার ২০ ডিসেম্বর দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, দেশের বাইরে থেকে তাদের ‘ধ্বংস করার’ নির্দেশনা দেওয়া হচ্ছে, তারা করছেও। বিএনপিতে যারা দেশকে ও দলকে ভালোবাসে, তারা দ্বিধাদ্বন্দ্বে আছে। বিএনপি ভেঙে আরও দু’টি নতুন দল তৈরি হয়েছে। বিএনপির অনেক নেতা নির্বাচনে অংশ নিচ্ছে। তারা যখন নিজের দলকে গোছাতে ব্যর্থ তখন তারা সর্বশেষ হাতিয়ার হিসেবে মানুষ হত্যার চেষ্টা করছে।
আসাদুজ্জামান খান কামাল বলেন, নির্বাচন কমিশনের দায়িত্ব একটি সুন্দর নির্বাচন করা। তারা সর্বাত্মক সেই চেষ্টা করছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তারা নিরাপত্তা বাহিনীকে সেই নির্দেশনা দিচ্ছে। এ ক্ষেত্রে যা করা উচিত, স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাই করবে। আমাদের নিরাপত্তা বাহিনী অনেক দক্ষ, তারা অনেক নির্বাচন করে, অনেক সহিংসতা মোকাবিলা করেছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, এ দেশের জনগণ যখন তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তখনই তারা নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে। ক্রমাগত কর্মসূচি দিয়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে যাতে নির্বাচন না হয়। গত ২৮ অক্টোবরের পর তারা একের পর এক নাশকতা চালিয়ে যাচ্ছে। বাসে আগুন দিয়ে হেলপারসহ পুড়িয়ে এবার তারা রেল লাইন উপড়ে ফেলে দিচ্ছে।