করোনা ভাইরাসের সংক্রমণ এড়িয়ে চলতে প্রি-পেইড গ্রাহকদের ঘরে বসে বিদ্যুৎ-মিটার রিচার্জের সুযোগ করে দিয়েছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন লিমিটেড (ডিপিডিসি)।
২৪ মার্চ রাতে ডিপিডিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
একইসঙ্গে ডিপিডিসির ওয়েবসাইটে রিচার্জ এজেন্টদের একটি তালিকাও প্রকাশ করা হয়েছে।
এতে বলা হয়েছে, তালিকায় থাকা নিকটস্থ এজেন্টকে ফোন করলেই তারা ঘরে গিয়ে মিটার রিচার্জ করে আসবেন।
নির্বাহী পরিচালক (অপারেশন) এটিএম হারুন-অর-রশিদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, করোনাভাইরাস মোকাবিলার কারণে যদি গ্রাহকের কাছের পিওএস এজেন্টের দোকান বন্ধ থাকে, সেক্ষেত্রে এজেন্টরা যেন গ্রাহকের ঘরে গিয়ে প্রি-পেইড মিটারটি রিচার্জ করে আসেন। এই বিষয়ে ডিপিডিসির প্রি-পেইড এজেন্টদের প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হয়েছে।
একইসঙ্গে জরুরি প্রয়োজনে প্রি-পেইড মিটার রিচার্জের জন্য ডিপিডিসির ওয়েব ঠিকানা www.dpdc.org.bd/agentlist ভিজিট করে এজেন্টদের তালিকা জেনে নেওয়ারও পরামর্শ দিয়েছে বিদ্যুৎ সরবরাহকারী কোম্পানিটি।
পাশাপাশি প্রয়োজনে ডিপিডিসির কল সেন্টারের ১৬১১৬ নম্বরে ফোন দিয়ে সহায়তা চাওয়ারও পরামর্শ দেওয়া হয়েছে।