দেশে আরও ৩ জনের ওমিক্রন শনাক্ত

বাংলাদেশে করোনার নতুন ধরণ ওমিক্রনে আরও তিন জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে মোট ওমিক্রনে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাত জনে।

ভাইরাসের জিনোম সিকোয়েন্সের ডেটা সংরক্ষণ প্রতিষ্ঠান গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা ডেটা (জিআইএসএআইডি) থেকে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে জানানো হয়, বুধবার দিবাগত রাতে বাংলাদেশের আরও তিনজনের শরী‌রে ওমিক্রন শনাক্ত হওয়ার তথ্য জমা পড়েছে। নমুনাগুলোর জিনোম সিকোয়েন্স করেছে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র (আইসিডিডিআরবি)।

এর আগে গতকাল আরও দুজন ওমিক্রনে আক্রান্ত হয়।

গত ১১ ডিসেম্বর করোনার নতুন ধরনটি দেশে প্রথম দুই জনের শরীরে শনাক্ত হওয়ার কথা জানান রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. এ এস এম আলমগীর। ওমিক্রন শনাক্ত হওয়া ওই দু’জনই ছিলেন বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের সদস্য।