

লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহনে মিছিল ও আলোচনা সভা করেছে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)। শুক্রবার বিকেলে লালমোহন উত্তর বাজারে অবস্থিত দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য মিছিল বের হয়, যা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
মিছিলে লালমোহন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। মিছিল শেষে পার্টি অফিসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিজেপির লালমোহন উপজেলা শাখার সভাপতি মো. আল মামুন এবং সঞ্চালনা করেন উপজেলা সদস্য সচিব আবদুর রউফ সোহাগ।
প্রধান অতিথি: মো. মিলন ফরাজী, যুগ্ম আহ্বায়ক, ঢাকা মহানগর উত্তর, বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি
বিশেষ বক্তা: মো. হাফিজুর রহমান মুন্না (ছাত্র সমাজ আহ্বায়ক), ঘোষণা কবির (শ্রমিক পার্টি আহ্বায়ক), মো. মোমিন (যুব সংহতি সদস্য সচিব) সহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রধান অতিথি মো. মিলন ফরাজী বলেন, লালমোহনে শুধু বিজেপি নয়, বর্তমানে আমাদের ৫টি সহযোগী সংগঠনও কার্যক্রম চালাচ্ছে—যথা বাংলাদেশ জাতীয় যুব সংহতি, জাতীয় শ্রমিক পার্টি, স্বেচ্ছাসেবক পার্টি, ছাত্র সমাজ ও মহিলা পার্টি। সবমিলে আমাদের ৬টি সংগঠন মাঠে সক্রিয় রয়েছে।
তিনি আরও বলেন, ২০১৮ সালের পর ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ভাইয়ের নির্দেশনায় বাংলাদেশ জাতীয় পার্টিকে ঘরে ঘরে পৌঁছে দিতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। ঢাকাতে ৫৭টি থানায় ওয়ার্ডভিত্তিক ১৫৯টি ইউনিটে কমিটি গঠন করা হয়েছে। এছাড়া দেশের বিভিন্ন জেলা-উপজেলাতেও শক্তিশালী সংগঠন গড়ে তোলা হয়েছে।
ধর্মভিত্তিক রাজনীতি এবং প্রথাগত দুই দলের বাইরে মানুষ এখন নতুন নেতৃত্ব ও বিকল্প রাজনীতি খুঁজছে। তাই বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) আজ দেশের তৃতীয় রাজনৈতিক শক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে।”