টেকনাফে ঘরের দেয়াল চাপা পড়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু

হেলাল উদ্দিন, টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে ঘরের দেয়াল চাপা পড়ে একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে। শুক্রবার ভোর ৪টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজারের মরিচ্যাঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ওসমান গণি জানান, অতি বৃষ্টিতে একটি ঘরে মাটির দেয়াল চাপা পড় একই পরিবারে চারজন মারা গেছেন। পুলিশ ঘটনাস্থলে গেছে। নিহতদের সবাইকে উদ্ধার করা হয়েছে।

নিহতরা হলেন- মরিচ্যাঘোনা পানিছড়া এলাকার আনোয়ারা বেগম (৫০), ছেলে শাহিদুল মোস্তফা (২০), মেয়ে নিলুফা ইয়াছমিন (১৫) ও সাদিয়া (১১)।

টেকনাফের হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ আলী জানান, বৃষ্টিতে একটি মাটির ঘরের দেয়াল ধসে একই পরিবারের চার জন মারা গেছেন। বিষয়টি পুলিশকে অবহিত করা হয়েছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আদনান চৌধুরী জানান, দেয়াল ধসের ঘটনা জানার পর ঘটনাস্থলে পৌঁছেছে প্রশাসনের একটি টিম। স্থানীয়দের সহযোগিতায় মৃতদেহগুলো উদ্ধার করা হয়েছে। তিনি জানান- অতি বৃষ্টিতে পাহাড় ধসের আশংকা রয়েছে। এই ব্যাপারে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।