ঢাকায় ‘ঢাকা ট্রমা সেন্টার‘ নামে আরো একটি বেসরকারি হাসপাতালে তালা

 বাংলাদেশে করোনাভাইরাস পরীক্ষা ও চিকিৎসায় দুর্নীতি এবং অনিয়ম নিয়ে অব্যাহত বিতরকের মাঝে ঢাকায় আরো একটি হাসপাতাল বন্ধ করে দেয়ার নির্দেশ দিয়েছে সরকার।

স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে ‘ঢাকা ট্রমা সেন্টার‘ নামে একটি বেসরকারি হাসপাতাল বন্ধ করে দেয়া হচ্ছে।

কর্মকর্তারা বলছেন, হাসপাতালটির কোনো লাইসেন্স নেই এবং তদন্তে দেখা গেছে সেখানে মেয়াদোত্তীর্ণ চিকিৎসা সামগ্রী ব্যবহার হচ্ছিল।

হাসপাতাল এবং কোভিড পরীক্ষা নিয়ে কেলেঙ্কারির মাঝে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অবুল কালাম আজাদ গতকাল (মঙ্গলবার) পদত্যাগ করেন।