এমিরেটস তাদের কোন যাত্রী করোনাভাইরাসে আক্রান্ত হলে তার চিকিৎসা এবং কোয়ারেন্টিনে থাকার ব্যয়ভার বহন করবে এমিরেটস।
দুবাই-ভিত্তিক এই এয়ারলাইন্স বিশ্বের প্রথম কোনো বিমান সংস্থা যারা যাত্রীদের এই গ্যারান্টি দিচ্ছে।সব শ্রেণীর যাত্রীরাই এই সুবিধা পাবেন, এবং ৩১শে অক্টোবর পর্যন্ত এই সুবিধা বলবত থাকবে।
যাত্রার পর আক্রান্ত হলে চিকিৎসার খরচ বাবদ প্রতিটি যাত্রী সর্বোচ্চ ১৭৪,০০০ ডলার পাবেন।আক্রান্ত যাত্রীকে কোয়ারেন্টিনে থাকতে হলে তার জন্য দু সপ্তাহ ধরে প্রতিদিন সর্বোচ্চ ১০০ ডলার করে পাবেন।
করোনাভাইরাস প্যানডেমিকের জন্য এমিরেটস তাদের ৬০হাজার কর্মচারীর মধ্যে ৯হাজারকে ছাটাই করার ঘোষণা দিয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত