উজ্জ্বল রায়, নড়াইল: জাতীয় সংসদের হুইপ ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা বলেছেন, চিকিৎসা খাতে জনবল সংকট রয়েছে এটা যেমন সত্য, পাশাপাশি আন্তরিকতার সঙ্গে কাজ করলে সংকট কিছুটা হলেও পূরণ করা সম্ভব।
তিনি বলেন, হাসপাতালে বেডের সংখ্যা ১০০ হলেও রোগী আছে ৩ শতাধিক। জুনে নির্মাণাধীন ২৫০ বেডের ভবনটি স্থানান্তরের কথা আছে। সেটি চালু হলেও রোগীর চাপ সামলাতে যথেষ্ট না হলেও সমস্যা কিছুটা লাঘব হবে।
শনিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে নড়াইল সদর হাসপাতাল পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।
হাসপাতালের স্বাস্থ্যসেবা ও পরিবেশের ব্যাপারে মাশরাফি বলেন, হাসপাতালের স্বাস্থ্যসেবা ও পরিষ্কার-পরিচ্ছন্নতার পরিবেশ শুধু চিকিৎসক ও স্টাফদের ওপর ছেড়ে দিলেই ঠিক থাকে না। হাসপাতালে যারা আসেন তারা নিজের বাড়ি ও নিজের জিনিস মনে করে ব্যবহার করলে এসব সংকট অনেকাংশেই দূর হবে।
এসময় রোগীদের ওষুধসহ মৌলিক যেসব সমস্যা আছে তা সমাধানে গুরুত্ব সহকারে সর্বোচ্চ চেষ্টা করার আশ্বাসও দেন তিনি।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত