২০০ জনেরও বেশি সাংবাদিকের প্রেস অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল: ডিইউজের উদ্বেগ

২০০ জনের বেশি সাংবাদিকের প্রেস অ্যাক্রেডিটেশন কার্ড বাতিলের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)। একই সঙ্গে সংগঠনটি কার্ড বাতিলের এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছে


সোমবার ডিইউজের সভাপতি সোহেল হায়দার চৌধুরী এবং সাধারণ সম্পাদক আকতার হোসেন এক বিবৃতিতে এ দাবি জানান।

বিবৃতিতে বলা হয়, প্রেস অ্যাক্রেডিটেশন কার্ড বাতিলের ঘটনাটি স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকিস্বরূপ। সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করা গ্রহণযোগ্য হতে পারে না। রাজনৈতিক পটপরিবর্তনের সঙ্গে সঙ্গে সাংবাদিকদের ওপর হামলা-মামলা, গ্রেপ্তার ও হয়রানি সরকারের জন্য কোনো সুফল বয়ে আনবে না। যারা গণতন্ত্র, মানবতা এবং স্বাধীন সাংবাদিকতার কথা বলছেন, তাদের কাছ থেকে এ ধরনের সিদ্ধান্ত কোনোভাবেই আশা করে না জনগণ।

বিবৃতিতে ডিইউজের সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা একজন নোবেলজয়ী ব্যক্তিত্ব। উপদেষ্টাদের মধ্যে অনেকেই তাদের পেশাগত জীবনে দক্ষতা ও গ্রহণযোগ্যতার পরিচয় দিয়েছেন। সেই সরকারের সময়ে সাংবাদিকদের নামে আগের মতো মামলা-হামলা চলমান থাকবে, সেটা কখনো কাঙ্ক্ষিত নয়।

অবিলম্বে একটি গণতান্ত্রিক, উদার ও শোষণহীন রাষ্ট্র নির্মাণে স্বাধীন সাংবাদিকতার পরিবেশ সৃষ্টি করতে আহ্বান জানানো হয় বিবৃতিতে।