নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনার বারহাট্টায় ১৭ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার এবং একটি সিএনজি আটক করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে বারহাট্টায় এসআই (নিঃ/ মোঃ মুন্তাজ আলীর নেতৃত্বে একটি চৌকস টিম বারহাট্টা থানা এলাকার গেরিয়া মোড়ে অবস্থান করে মোহনগঞ্জ হইতে আসা একটি সিএনজিকে থামিয়ে তল্লাশী পরিচালনা করে ৩টি স্কুল ব্যাগের মোট ১৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, এসময় মাদক ব্যবসায়ী মোঃ মোখলেছুর রহমান (২৮) পিতা-মোঃ মোস্তফা মিয়া, গ্রাম-বর কাশিয়া,থানা-মোহনগঞ্জ, জেলা-নেত্রকোণাকে গ্রেফতার করা হয়। গাঁজা বহনকারী সিএনজিটি জব্দ করা হয়। পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।