চাকরিজীবী লীগ করে আওয়ামী লীগের উপকমিটি থেকে বহিষ্কার হওয়া ব্যবসায়ী হেলেনা জাহাঙ্গীরকে গ্রেফতার করেছে র্যাব।
বৃহস্পতিবার দিবাগত রাত থেকে তার বাসায় অভিযান চালানো হয়। এসময় তার বাসা থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়। এছাড়া তার বাসায় ক্যাসিনো, বিদেশি মুদ্রা ও হরিণের চামড়া পাওয়া গেছে।
র্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল কেএম আজাদ মিডিয়াকে বলেন, র্যাব-২ এর একটি দল গুলশান ২ এর ৩৬ নম্বর সড়কে হেলেনা জাহাঙ্গীরের বাসায় অভিযান শুরু করেছে।
চাকরিজীবী লীগের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে তারা দুই-তিন বছর ধরে আওয়ামী লীগের সহযোগী সংগঠন হিসেবে অনুমোদন পাওয়ার চেষ্টা করছে। কিন্তু দলের নেতারা বলছেন, সংগঠনটির সঙ্গে আওয়ামী লীগের কোনো সম্পর্ক নেই।
হেলেনা জাহাঙ্গীর নিজেকে জয়যাত্রা নামে কথিত একটি আইপিটিভি’র মালিক বলে পরিচয় দেন। সেখান থেকে সারাদেশে সংবাদকর্মী নিয়োগ দিয়ে চাঁদাবাজি করেন বলে সোশ্যাল মিডিয়ায় একাধিক অভিযোগ পাওয়া গেছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত