হাসপাতালে কেমন আছেন কণ্ঠশিল্পী লিজা?

26

গুরুতর অসুস্থতা নিয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ‘ক্লোজআপ ওয়ান’ খ্যাত তারকা কণ্ঠশিল্পী লিজা।

রোববার (২২ সেপ্টেম্বর) লিজার পরিবার তাকে রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে ভর্তি করেন।

ওইদিন রাতেই তার পিত্তথলিতে (গলব্লাডার) অস্ত্রোপচার করা হয়।

লিজার ভাতিজি শিউলি জানান, তার পিত্তথলি’তে অস্ত্রোপচার সফল হয়েছে। দীর্ঘদিন ধরে লিজা গলব্লাডারের সমস্যায় ভুগছিলেন। দিন দিন এটা বড় হচ্ছিল। তাই পরিকল্পনা করেই রবিবার অস্ত্রোপচার করা হয়েছে।

বর্তমান অবস্থা প্রসঙ্গে তিনি বলেন, ‘অল্প অল্প কাথাবার্তা বলতে পারছেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কয়েকদিনের মধ্যে তাকে নিয়ে বাসায় ফিরতে পারব।’

আইসিইউ থেকে লিজাকে এখন সাধারণ বেডে রাখা হয়েছে। এখন তিনি শঙ্কামুক্ত আছেন বলে জানা যায়।

২০০৮ সালে সংগীতবিষয়ক রিয়্যালিটি শো ‘ক্লোজআপ ওয়ান’র চ্যাম্পিয়ন হন লিজা। তার প্রথম একক অ্যালবাম ‘লিজা পার্ট ওয়ান’ প্রকাশিত হয় ২০১২ সালে। তার দ্বিতীয় অ্যালবাম ‘পাগলী সুরাইয়া’ বাজারে আসে ২০১৫ সালে। দেশ-বিদেশে কনসার্ট করার পাশাপাশি সিনেমায় প্লেব্যাকও করেন লিজা। তার বেশকিছু গান শ্রোতাপ্রিয় হয়েছে।