হলি আর্টিজানে হামলা মামলার রায়কে বাংলাদেশের জন্য মাইলফলক বলে অভিহিত করেছে যুক্তরাষ্ট্র।
বুধবার সন্ধ্যায় ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা বলা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়: ট্রাম্প প্রশাসন মনে করে এই মামলার রায় ঘোষণার মাধ্যমে ২০১৬ সালের জুলাইতে গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলার ঘটনায় নির্মম হত্যার শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যদের শোক কিছুটা হলেও লাঘব হবে।
যুক্তরাষ্ট্র এই হামলার ঘটনার পুরো তদন্তকাজে সহায়তা করত পেরে সম্মানিত বোধ করছে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে। এছাড়া, বাংলাদেশকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়তে সহায়তা অব্যাহত রাখার ব্যাপারে যুক্তরাষ্ট্র অঙ্গীকারাবদ্ধ বলেও জানানো হয়েছে।
এর আগে বুধবার ওই জঙ্গি হামলা মামলার রায়ে আট অভিযুক্তের সাতজনকে মৃত্যুদণ্ড ও একজনকে খালাস দিয়েছেন আদালত।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলো: জাহাঙ্গীর আলম ওরফে রাজিব গান্ধী, মাহমুদুল হাসান মিজান, সোহেল মাহফুজ, রাশিদুল ইসলাম ওরফে রায়াশ, হাদিছুর রহমান সাগর, মামুনুর রশিদ রিপন ও শরিফুল ইসলাম খালেদ।