স্বৈরাচারের কালো টাকা যেন আমাদের নেতা-কমীদের পেটে না যায়- এমপি লালু

আল আমিন, মন্ডল (বগুড়া):

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও কৃষকদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু বলেছেন, স্বৈরাচারের কালো টাকা যেন আমাদের নেতা-কর্মীদের  পেটে না যায়। সাবধান থাকতে হবে আওয়ামী লীগের দোসরদের থেকে। তিনি আরো বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন দেশে আর কখনো ফ্যাসিবাদ বা স্বৈরাচার মাথাচাড়া দিয়ে উঠবে না। আগামীতে আর কোনো ব্যক্তি এমনকি প্রধানমন্ত্রীও স্বৈরাচার হয়ে উঠতে পারবেন না। ছাত্র-জনতার অভ্যুত্থানে হাজার হাজার মানুষকে হত্যা করলেও আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে কোনো অনুশোচনা বা অনুতাপ নেই। বর্তমান অন্তর্র্বতীকালীন সরকার রাষ্ট্র সংস্কারের যে উদ্যোগ নিয়েছে, সেখানে বিএনপি ঘোষিত ৩১ দফার সঙ্গে অনেকটাই মিল রয়েছে। জাতীয়তাবাদী শক্তি ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্র কাজে আসবে না। তিনি আরো বলেন, আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রতিদিন দলীয় নেতাকর্মীদের নির্দেশনা দিচ্ছেন, আপনারা ধৈর্য ধরুন মানুষের আস্থা অর্জন করুন। তারেক রহমান বলেছেন এবারে জাতীয় সংসদ নির্বাচন হবে অত্যন্ত কঠিন। বিএনপি নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ থেকে দলের শৃঙ্খলা মেনে চলতে হবে।

তিনি গতকাল শুক্রবার ২১ মার্চ ২৫ বগুড়া গাবতলীর রামেশ্বরপুরের ১ ও ৩ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে স্থানীয় হাইস্কুল মাঠে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
রামেশ্বরপুরের ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি রবিউল ইসলাম এর সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক ও স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল ওহাব মন্ডল এর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিলে আরো বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহ্বায়ক আরিফুর রহমান মজনু, কেন্দ্রীয় ছাত্রদল নেতা আব্বাস আলী, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সম্রাট মাহারুফ, উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি সাখাওয়াত হোসেন, বিএনপি নেতা রবিউল ইসলাম, তাজুল ইসলাম মুক্তার, নরাব্বি সরকার, জালাল উদ্দিন, আজমল হোসেন বাবু, আমিনুল ইসলাম, রবিউল হাসান, খাজা নাজিমুদ্দিন, রেজাউল করিম, ইয়াকুব আলী, যুবদল নেতা শাহিনুর রহমান শাহীন, আরমান হোসেন রিপন, মাফুজার রহমান, জাফর ইকবাল মানিক, রতন মন্ডল, রায়হান আলী, উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহতাছিন বিল্লা মুন, ছাত্রদল নেতা বিপ্লব মিয়া, সেলিম উদ্দিন, এসকে শাফি, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল কুদ্দুস সহ বিএনপির ও অঙ্গদলের নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিএনপি নেতা জাফর ইকবাল মানিক।
শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা এবং বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র সুস্থতা ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা সহ দেশ-জাতি ও জিয়া পরিবারের কল্যাণ কামনা করে দোয়া মোনাজাত করা হয়।