দুর্নীতি ও ক্যাসিনোবিরোধী চলমান অভিযানের ধারাবাহিকতায় এবার স্বেচ্ছাসেবক লীগের সভাপতির পদ থেকে মোল্লা মোঃ আবু কাওসারকে অব্যাহতি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ধানমন্ডি ২৭ নম্বরের একটি কনভেনশন সেন্টারে আয়োজিত ঢাকা মহানগর উত্তরের বর্ধিত সভায় একথা বলেন।
এর আগে পদ বাণিজ্যসহ নানা অনিয়মের অভিযোগে যুবলীগের পদ হারিয়েছেন যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী।
রোবরাব রাতে গণভবনে যুবলীগ শীর্ষ নেতৃত্বর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক শেষে ওমর ফারুক চৌধুরীকে অব্যাহতি দেয়া হয়।
এছাড়া কমিটিতে বিতর্কিতদের স্থান দেয়া, দেরি করে ঘুম থেকে ওঠার কারণে মন্ত্রীদের উপস্থিতিতেও সময়মতো কর্মসূচিতে উপস্থিত না হওয়া, ক্ষমতার অপব্যবহার এবং আর্থিক লেনদেন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি’র কাছ থেকে চাঁদা দাবির অভিযোগে গত ১৪ সেপ্টেম্বর ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে স্বীয় পদ থেকে অপসারণ করা হয়।