সোনালী ব্যাংকের রুমা (বান্দরবান) শাখা লুট করার সময় অপহৃত ব্যবস্থাপক নিজাম উদ্দিনকে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে বান্দরবানের রুমা বাজার এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন ব্যাংক কর্মকর্তা নিজাম উদ্দিনকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিজাম উদ্দিনকে সন্ধ্যা সোয়া সাতটার দিকে উদ্ধার করা হয়েছে। র্যাব বিভিন্ন প্রক্রিয়ায় কেএনএফের সঙ্গে মধ্যস্থতা করে তাকে উদ্ধার করে।
গত মঙ্গলবার রাতে সোনালী ব্যাংকের বান্দরবানের রুমা উপজেলার শাখা ব্যবস্থাপক নিজামুদ্দিনকে অপহরণ করে কেএনএফের অস্ত্রধারীরা। ব্যাংকের ভল্টে থাকা এক কোটি ৫৯ লাখ টাকা লুট করার চেষ্টা করে ব্যর্থ হয় অস্ত্রধারীরা।
র্যাব-১৫ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন গণমাধ্যমকে বলেন, রুমা বাজার এলাকা থেকে ব্যাংক কর্মকর্তা নিজাম উদ্দিনকে উদ্ধার করা হয়েছে।
রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, নিজাম উদ্দিনকে উদ্ধার করা হয়েছে। তিনি এখন সুস্থ রয়েছেন।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত