গণমাধ্যমের প্রকাশিত খবরে অসহায় শেফালীর কথা জানতে পেরে তাকে নগর ভবনে চাকরি দিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন।
সোমবার তিনি নগর ভবনে শেফালী বেগম নামে ওই নারীর হাতে নিয়োগপত্র তুলে দেন বলে ডিএসসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার রায় বলেন, সম্প্রতি একটি পত্রিকায় দুই সন্তানকে নিয়ে ফুটপাতে রাত কাটানো শেফালীকে নিয়ে একটি সংবাদ প্রকাশিত হয়।
‘বিষয়টি মেয়র সাঈদ খোকনের নজরে এলে তিনি তাকে একটি চাকরি দেওয়ার চিন্তা করেন। সেই চিন্তা থেকেই আজ ওই নারীর হাতে নিয়োগপত্র তুলে দেন মেয়র।’
দুই সন্তান নিয়ে আশ্রয়হীন শেফালীকে তার স্বামী ছেড়ে চলে গিয়েছে বলে গণমাধ্যমের ওই প্রতিবেদনে জানানো হয়।
উত্তম বলেন, শেফালীকে মাস্টাররোলে (চুক্তিভিত্তিক নিয়োগ) চাকরি দেওয়া হয়েছে।