আনোয়ার হোসেন, খাগড়াছড়ি:
খাগড়াছড়ির গুইমারা উপজেলার ৩ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী সিন্দুকছড়ি জোনের পক্ষ থেকে সুবিধাবঞ্চিত চারশতাধিক পরিবারকে বিভিন্ন মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।
(২০শে মে) সোমবার মানিকছড়ি রানী নিহার উচ্চ বিদ্যালয় মাঠে দুইশত বত্রিশ অসহায় পরিবারের মাঝে সোলার প্যানেল, ফ্যান, ডেউটিন, ইউরিয়া সার, কীটনাশক স্প্রে মেশিন, ফলজ গাছের চারা, শিক্ষা উপকরন, খেলাধুলার সামগ্রী, মসজিদের জন্য মাইক, হতদরিদ্র নারীদের শাড়ী ও দুস্থ পরিবারের মাঝে নগদ অর্থ ও দুশত তিনজনকে চিকিৎসা সেবা ঔষুধ প্রদান করা হয়েছে।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থি ছিলেন, ২৪ আর্ঠিলারী ব্রিগেড ও গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রাইসুল ইসলাম, সিন্দুকছড়ির জোন কমান্ডার লে. কর্ণেল সৈয়দ পারভেজ মোস্তফা, রিজিয়ন ও জোনের অফিসার্সবৃন্দসহ জনপ্রতিনিধি।
প্রধান অতিথি এলাকার শান্তি সম্প্রীতি বজায় রেখে একত্রে বসবাস করার আহবান জানান। এলাকার শান্তি বজায় রাখার জন্য দলমত সকলের সহযোগীতা কামনা করেন।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত