সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এ সময় ঘটনাস্থলে ২ জন নিহত হয়েছেন।
রোববার (০২ জানুয়ারি) সকালে আলীগঞ্জ নামক স্থানে ঘটনাটি ঘটে। নিহতরা হলেন অটোরিকশার চালক আউশাকান্দি ইউনিয়নের উমরপুর গ্রামের শুভ আহমদ (২৫) ও যাত্রী পাইলগাঁও ইউনিয়নের এরালিয়া গ্রামের আমির হোসেন (৫৫)।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৮টার দিকে উপজেলার আলীগঞ্জ এলাকার রানীগঞ্জ সড়কে রানীগঞ্জগামী অটোরিকশার সঙ্গে টাক্টরের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চালকসহ দুইজন ঘটনাস্থলে নিহত হন। পরে স্থানীয়রা খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) ওবায়েদ উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সিএনজিচালিত অটোরিকশা ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আমরা ঘটনাস্থল এসে দুজনের লাশ উদ্ধার করেছি। তবে ট্রলির চালককে গ্রেফতারের চেষ্টা চলছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত