সিলেট-২ আসনে বিএনপি সমর্থিত জাতীয় ঐক্যফ্রন্টের সংসদ সদস্য ও গণফোরাম নেতা মোকাব্বির খানের গাড়িতে হামলার ঘটনা ঘটেছে।
মোকাব্বির খান জানান, সোমবার দুপুরে আইনশৃঙ্খলা কমিটির সভায় যোগদানের উদ্দেশে বিশ্বনাথ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে প্রবেশের সময় একদল যুবক হামলা চালায়। এতে তার গাড়ির গ্লাস ভেঙে যায়।
এ হামলার জন্য উপজেলা আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক শামীম আহমেদ এবং শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলামকে দায়ী করেছেন এমপি মোকাব্বির খান।
স্থানীয়রা জানান, শামীম আহমেদ এবং সিরাজুল ইসলাম উপজেলা চেয়ারম্যান নুনু মিয়ার অনুসারী।
অন্যদিকে পুলিশ জানিয়েছে, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত