নির্বাচন কমিশন পুনর্গঠনে ৩২২ জনের প্রস্তাবিত তালিকার মধ্যে আজ শনিবার ২০ জনের নাম বাছাই করেছে সার্চ কমিটি। এখান থেকে ১০ জনের নাম চূড়ান্ত করে রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে। সেজন্য আগামীকাল আবারও বৈঠকে বসবে সার্চ কমিটি।
সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে সার্চ কমিটির বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব (সমন্বয় ও সংস্কার) শামসুল আরেফিন সাংবাদিকদের সাথে কথা বলেন। এসময় তিনি এসব কথা জানিয়েছেন।
তিনি বলেন, নতুন নির্বাচন কমিশন গঠনে প্রস্তাবিত তিন শতাধিক নাম থেকে ২০টি নাম প্রাথমিকভাবে চূড়ান্ত করেছে সার্চ কমিটি। আর দুয়েকটি বৈঠক করেই ১০ জনের নাম চূড়ান্ত করা হবে।
গত ৫ ফ্রেব্রুয়ারি ‘প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন- ২০২২’ অনুযায়ী সার্চ কমিটি গঠন করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এই সার্চ কমিটি নির্বাচন কমিশনের প্রতিটি পদের জন্য দুটি করে মোট ১০টি নাম সুপারিশ করবে। এরপর রাষ্ট্রপতি সেখান থেকে প্রধান নির্বাচন কমিশনার ও অন্য চার কমিশনারের নাম চূড়ান্ত করবেন। গত ১৪ ফেব্রুয়ারি কে এম নূরুল হুদার নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের (ইসি) মেয়াদ শেষ হয়েছে।