সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসকে আটক করেছে যৌথবাহিনী।
আজ রোববার (৫ জানুয়ার) বিকেল ৩টার দিকে বেলকুচি উপজেলার কামারপাড়া নিজ বাড়িতে যৌথবাহিনীর অভিযানে চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
বেলকুচি থানার ওসি জাকারিয়া হোসেন বলেন, এখনো পর্যন্ত (বিকেল সাড়ে ৩টা) যৌথবাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। এ জন্য কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে এখনো জানানো হয়নি। অভিযান শেষে থানায় হস্তান্তর করলে সব বিষয় জানা যাবে।
উল্লেখ্য, সিরাজগঞ্জ-৫ আসন থেকে আব্দুল বিশ্বাস ১৯৯৬ ও ২০০৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৮ সালের নির্বাচনের পর আব্দুল লতিফ বিশ্বাস মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর দায়িত্ব পালন করেন।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত