‘সাইবার নিরাপত্তা আইন-২০২৩’ ও সকল কালো আইন বাতিলের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রাষ্ট্র সংস্কারে দেওয়া প্রস্তাবনায় এ দাবি জানিয়েছে দলটি।
বুধবার রাজধানীর হোটেল ওয়েস্টিনে আয়োজিত অনুষ্ঠানে সংস্কার প্রস্তাবনা ঘোষণা করে জামায়াতে ইসলামী।
এসময় ‘আইন ও বিচার বিষয়ক সংস্কার প্রস্তাবনা’য় জামায়াতে ইসলামী জানায়:
উচ্চ আদালতে বিচারপতি নিয়োগের জন্য সুষ্ঠু ও সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করতে হবে।
বিচার বিভাগ থেকে দ্বৈত শাসন দূর করতে হবে।
বিচার বিভাগ নির্বাহী বিভাগ থেকে পৃথকীকরণের কার্যকর ব্যবস্থা নিতে হবে।
আইন মন্ত্রণালয় থেকে আলাদা করে সুপ্রিম কোর্টের অধীনে পৃথক সচিবালয় প্রতিষ্ঠা করতে হবে।
ন্যায়বিচার নিশ্চিত করার স্বার্থে বিদ্যমান আইনসমূহের প্রয়োজনীয় সংশোধনী ও গণমানুষের মূল্যবোধের সাথে সামঞ্জস্যশীল আইন প্রণয়ন করতে হবে।
‘সাইবার নিরাপত্তা আইন-২০২৩’ ও সকল কালো আইন বাতিল করতে হবে।
বিচারের দীর্ঘসূত্রিতা কমাতে বিভাগীয় পর্যায়ে হাইকোর্ট বেঞ্চ প্রতিষ্ঠা করতে হবে।
নিম্ন আদালতের যথাযথ স্বাধীনতা নিশ্চিত করার জন্য পৃথক বিচার বিভাগীয় কমিশন গঠন করতে হবে।
সকল ফৌজদারি মামলা তদন্তের জন্য স্বাধীন তদন্ত কমিটি গঠন করতে হবে।
দেওয়ানি মামলার জন্য সর্বোচ্চ ৫ বছর এবং ফৌজদারি মামলাসমূহ সর্বোচ্চ ৩ বছরের মধ্যে নিষ্পত্তি করার বিধান করতে হবে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত