মোঃ রিয়াজ উদ্দিন চট্টগ্রাম
সাংবাদিক সোহাগ আরেফিন এর বাবা অবসরপ্রাপ্ত নৌ কর্মকর্তা আতিকুর রহমান ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি….. রাজিউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিলেন ৮৬ বছর। তিনি স্ত্রী ও চার সন্তান সহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
তিনি চট্টগ্রাম হালিশহর বি-ব্লক ১৬ নং লেনের বাসিন্দা ছিলেন। দীর্ঘদিন যাবত এই এলাকায় বসবাস করছেন পরিবার-পরিজন নিয়ে। তাঁর গ্রামের বাড়ি কুমিল্লা দেবিদ্বার বলে জানা গেছে। তার জানাজা অনুষ্ঠিত হয় হালিশহর বি-ব্লক এস ক্লাব মোড় মাঠে। জানাজায় বিভিন্ন পেশার হাজার হাজার মুসল্লী অংশ গ্রহণ করেন।
এ সময় আতিকুর রহমানের ছেলে সাংবাদিক সোহাগ আরেফিন বাবার হয়ে সকলের কাছে ক্ষমা চান ।শোকাহত এই পরিবেশে উপস্থিত হন চট্টগ্রাম প্রতিদিনের উপদেষ্ঠা সম্পাদক আয়ান শর্মা,চট্টগ্রাম সাংবাদিক উন্নয়ন পরিষদের সভাপতি সৈয়দ মিজান সমরকন্দী, সাধারন সম্পাদক হেলাল উদ্দিন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম, উন্নয়ন পরিষদের রিয়াজ উদ্দিন, দি মুসলিম টাইমসের চট্টগ্রাম ব্যুরো রেবেকা সুলতানা রেখা চৌধুরী, সাংবাদিক সাহাদাৎ, সাংবাদিক মুরাদ, পূর্ব বাংলা পত্রিকার সম্পাদক এম. আলী হোসেন, আলোকিত চট্টগ্রামের ভারপ্রাপ্ত সম্পাদক হাসান আকবর চৌধুরী , মিডিয়া এক্রপ্রেসের সম্পাদক এন, এ খোকন, সাংবাদিক শফিকুল ইসলাম, শহিদুল ইসলামসহ বিভিন্ন পেশার বিপুল সংখ্যক লোকজন
শ নেন।