
বাংলাদেশ জামায়াতে ইসলামী ডুমুরিয়া উপজেলা শাখার উদ্যোগে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ মার্চ) ডুমুরিয়া উপজেলার দলীয় কার্যালয়ে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
মাওলানা মুখতার হুসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। কোরআন থেকে তেলওয়াত দিয়ে অনুষ্ঠান শুরু হয়ে উপজেলা ও জেলার জামায়েত ইসলামীর নেতারা শুভেচ্ছা বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, আওয়ামী লীগের দুঃশাসনের পনেরো বছরের সাড়ে সাত বছর আমায় কারাগারে রাখা হয় আর বাকি যে সময় বাইরে ছিলাম তখন পালিয়ে থাকতে হয়েছে। এত বছর পর আপনাদের (সাংবাদিক) সঙ্গে একজায়গায় বসে মতবিনিময় করতে পেরে আমি আনন্দিত।
তিনি আরও বলেন, জামায়েত ইসলামী এদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় বসলে এদেশের প্রতিটা ধর্মের মানুষ সুখে শান্তিতে থাকবে। এসময়ে তিনি সাংবাদিকদের সাথে কুশল বিনিময় করেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। আলোচনা সভা শেষে তিনি সাংবাদিক ও দলীয় নেতাকর্মীদের সাথে ইফতার করেন।