সচিবালয়ের সামনে আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

বকেয়া বেতন, ঈদের বোনাসসহ কয়েক দফা দাবিতে সচিবালয় ঘেরাও করতে যাওয়া শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে।

মঙ্গলবার (২৫ মার্চ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) মীর আসাদুজ্জামান গণমাধ্যমকে এ কথা জানান।

তিনি জানান, এ ঘটনায় পাঁচজন পুলিশ সদস্য আহত হয়েছেন। তারা এখন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। পোশাক শ্রমিকদের কতজন আহত হয়েছেন- এ বিষয়ে কোনো তথ্য জানা যায়নি পুলিশের কাছ থেকে। তবে বিভিন্ন গণমাধ্যম থেকে পাওয়া তথ্য অনুযায়ী- পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় প্রায় ৪০ শ্রমিক আহত হয়েছেন।

জানা গেছে, টানা তিন দিন ধরে শ্রম মন্ত্রণালয়ের সামনে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন গার্মেন্টস শ্রমিকরা। সোমবার (২৪ মার্চ) তারা নয়াপল্টনের সামনে সড়ক অবরোধ করলেও আজ তারা শ্রম ভবন থেকে সচিবালয় অভিমুখে মিছিল নিয়ে যান।

বিজয়নগরের সামনে পুলিশ তাদের প্রথমে বাধা দেওয়ার চেষ্টা করলেও সেই বাধা উপেক্ষা করে তারা সামনে এগিয়ে যান। পরে পল্টন পার হয়ে তোপখানা রোডে প্রবেশ করতে নিলে আবারও পুলিশ তাদের বাধা দেয়, যা পরে সংঘর্ষে রূপ নেয়।