আলকামা সিকদার, টাঙ্গাইল :
এ অঞ্চলের সকল ধর্ম বর্ণের মানুষের মিলে মিশে উৎসব পালনের সংস্কৃতি হাজার বছরের পুরনো। এই পুরনো ঐতিহ্যের সংস্কৃতিকে ধরে রাখার জন্য সকলের প্রতি আহবান জানিয়ে ডিসি শরীফা হক।
বৃহস্পতিবার রাতে টাঙ্গাইলের মধুপুর উপজেলায় সনতান ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শন ও সনাতনীদের সাথে মতবিনিময় এবং শুভেচ্ছা বিনিময় কালে সাংবাদিকদের সাথে আলাপকালে এ মন্তব্য করেছেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক।
তিনি আরো বলেন, শান্তিপূর্ণভাবে বসবাস করার পাশাপাশি আমরা আমাদের সব উৎসব মিলেমিশে পালন করে সারা দেশে দৃষ্টান্ত স্থাপন করবো।
সুন্দর সুশৃঙ্খলভাবে পুজা উদযাপন করতে দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন। সবার প্রতি দুর্গোৎসবের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
দুর্গোৎসবের দ্বিতীয় দিনের সপ্তমী রাতে মধুপুর উপজেলার পুজা মন্ডপ পরিদর্শনে কালে আরো সাথে ছিলেন, অতিরিক্তি জেলা প্রশাসক (রাজস্ব) শফিকুল ইসলাম, ডেপুটি কালেক্টর আলামিন কবির, মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট সারমিন আক্তার, মধুপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া, মধুপুর থানার(অফিসার ইনচার্জ) ওসি এমরানুল কবির, উপজেলা বিএনপি'র সভাপতি জাকির হোসেন সরকার সহ রাজনৈতিক নেতৃবৃন্দ, মধুপুর পুজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দও এসময় উপস্থিত ছিলেন।
তারা রাত সাড়ে ৮ টা থেকে ১০ টা পর্যন্ত মধুপুর পৌর শহরের প্রধান কেন্দ্রীয় মদন গোপাল আঙ্গিনার পুজামন্ডপ, জলছত্র হরিসভা পুজা মন্ডপসহ অন্তত ১০ টি মন্ডপ পরিদর্শন করেন। পুজামন্ডপ পরিদর্শনকালে হিন্দু ধর্মের নেতা ও সাধারণ পুজারিদের সাথে ডিসি শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন ও নিরাপত্তার বিভিন্ন খোঁজ খবর নেন। উল্লেখ্য, মধুপুর উপজেলায় এবার ৫২ টি পুজা মন্ডপে পুজা অর্চনা হচ্ছে। এর মধ্যে পৌর শহরে ২২ টি। বাকিটি বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত