ইসলামিক ফাউন্ডেশনের সাবেক ডিজি ও অবসরপ্রাপ্ত জেলা জজ শামীম মোহাম্মদ আফজালের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।
আইনমন্ত্রী আজ এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
এর আগে বৃহস্পতিবার (২৫ জুন) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন দূরারোগ্য ব্যাধি ক্যানসারে ভুগছিলেন।
মৃত্যুকালে শামীম মোহাম্মদ আফজালের বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি বিসিএস তিরাশি ব্যাচের জুডিসিয়াল ক্যাডারের সদস্য ছিলেন।
২০১৬ সালের ৩১ ডিসেম্বর ইসলামিক ফাউন্ডেশনের ডিজি হিসেবে চাকরি শেষ হলেও পরে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগে দায়িত্ব পালন করেন তিনি। পরবর্তীতে ২০১৯ সালের ৩১ ডিসেম্বর শামীম মোহাম্মদ আফজাল চাকরি থেকে অবসরে যান। এসময় তার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছিল।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত