সদ্য ক্ষমতাচ্যুত পতিত সরকারের দুঃশাসনের বিরুদ্ধে আন্দোলনে প্রাণ উৎসর্গকারী শহীদ আব্দুল আজিজের স্ত্রীর দেনমোহর পরিশোধ করলো বাংলাদেশ জামায়াতে ইসলামী নকলা উপজেলা শাখা।
সোমবার (২ সেপ্টেম্বর) সকালে আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে আন্দোলনে অংশ নিয়ে শহীদ হওয়া আব্দুল আজিজের নিজ বাড়ি নারায়ণখোলায় মহতী এই অনুষ্ঠানের আয়োজন করে নকলা উপজেলা জামায়াত।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নকলা উপজেলা জামায়াতের আমির মো. গোলাম সারোয়ার।
৮নং চর অষ্টধর ইউনিয়নের সভাপতি মো. আতিক আলমের পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়খোলা বাজার কেন্দ্রীয় মসজিদের ইমাম ইমরান হোসেন সবুজ, বিশিষ্ট সমাজসেবক মতিউর রহমান মতিসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথি তাদের বক্তৃতায় বলেন, “শহীদ আব্দুল আজিজ আমাদের জাতীয় সম্পদে পরিণত হয়েছে। উনার কাছে এ জাতি অনেক ঋণী হয়ে আছে। আমরা বেঁচে থাকতে শহীদ ফ্যামিলি আর্থিক ঋণের মধ্যে থাকবেন? মজলুম ও দায়িত্বশীলদের সংগঠন হিসাবে জামায়াতে ইসলামী চুপ করে বসে থাকতে পারে না।
তিনি আরও বলেন, “শহীদের স্বপ্ন ছিল খুব কম সময়ের মধ্যেই স্ত্রীকে ঘরে নিয়ে আসবেন। ভাগ্যের পরিহাস এই জুলুমবাজ জালিমেরা তার এই স্বপ্ন পূরণ হতে দেয়নি। এই কিশোরীরও স্বপ্ন ছিল লাল শাড়ি পড়ে স্বামীর বাড়ি যাবে তা হয়ে উঠল না। যেহেতু শহীদ আব্দুল আজিজ ভাই ছিলেন একজন ধার্মিক মানুষ। তার স্বপ্ন ছিল দেনমোহর পরিশোধ করেই স্ত্রীকে ঘরে তুলে নিয়ে আনবেন। মজলুম সাংগঠনিক হিসেবে শহীদের স্বপ্ন পূরণ করা আমাদের দায়িত্ব। এই দায়িত্বের জায়গা থেকে এক লাখ টাকা দেনমোহর পরিশোধ ব্যবস্থা করা হয়েছে। আলহামদুলিল্লাহ।
এই পরিবারের প্রয়োজনে জামায়াতে ইসলামীর সহযোগিতা অব্যাহত থাকবে। ইনশাআল্লাহ।