এই সময়ে যখন খবরের বেশিরভাগই নেতিবাচক, তখন কিছু কিছু ইতিবাচক খবর মানুষকে আশার আলো দেখাতে পারে। ইংল্যান্ডে ১০১ বছরের একজন বৃদ্ধ যিনি করোনাভাইরাস পজিটিভ শনাক্ত হয়েছিলেন তিনি পুরোপুরি সুস্থ হয়ে হাসপাতাল থেকে ফিরেছেন।
ইংল্যান্ডের উরস্টারশায়ারের কিথ ওয়াটসন পড়ে গিয়ে পায়ে আঘাত পেয়েছিলেন, হাসপাতালে ভর্তি হয়েছিলেন অস্ত্রোপচারের জন্য। এরপর হাসপাতালে অনেক জ্বর আসার পর তার শরীরে পরীক্ষা করে কোভিড-১৯ এর সংক্রমণ ধরা পড়ে।
‘পায়ের অপারেশনের জন্য হাসপাতালে ভর্তি হওয়া এক জিনিস। কিন্তু যখন শুনলাম তার কোভিড-১৯ ধরা পড়েছে, তখন ধরেই নিয়েছিলাম তাকে আর দেখব না’, বলেন তার পুত্রবধূ জো ওয়াটসন।
জো ওয়াটসন জানিয়েছেন, দু’ সপ্তাহ হাসপাতালে থাকার পর তার শ্বশুর ফিরে গেছেন যে বৃদ্ধাশ্রমে তিনি থাকেন সেখানে। পায়ের ব্যথা নিয়ে কিছু কষ্ট থাকলেও করোনাভাইরাসজনিত কোন সমস্যা তার নেই।
হাসপাতালে ওয়াটসনের সাথে তোলা স্বাস্থ্যকর্মীদের একটি ছবি ফেসবুকে হাজার হাজার শেয়ার হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত