লালমহনে জাটকা বিক্রির দায়ে ২ জনকে জরিমানা

লালমোহন (ভোলা)প্রতিনিধি:

ভোলার লালমোহনে জাটকা বিক্রির দায়ে দুই মাছ বিক্রেতাকে অর্থদণ্ড প্রদান কর হয়েছে।

সোমবার সকালে লালমোহন ও গজারিয়া মাছ বাজারে অভিযান পরিচালনা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ আজিজ।
অর্থদণ্ড প্রাপ্তরা হলেন, উপজেলা ফরাজগঞ্জ ইউনিয়নের বাসিন্দা মো.আল-ইসলাম এবং পশ্চিম চরউমেদ ইউনিয়নের বাসিন্দা মো. আমির হোসেন।
উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে দুই মাছ বিক্রতাকে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ অনুযায়ী পাচঁ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় ১৫ কেজি জাটকা জব্দ করা হয়।পরে সেসব মাছ বিভিন্ন এতিমখানা ও অসহায় দুঃস্থ দের মাঝে বিতরণ করা হয়।
ইলিশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিশেষ কম্বিং অপারেশন ও জাটকা ইলিশ সংরক্ষণ করতে এ অভিযান পরিচালা করা হয়। অভিযানে লালমোহন উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমেদ খন্দকার, সামুদ্রিক মৎস্য কর্মকর্তা মো. সাইদুর রহমান, ক্ষেত্র সহকারী মো.নেছার উদ্দিন,লালমোহন থানার এস আই হাবিবুর রহমান সহ সংশ্লিষ্ট আরো অনেকে উপস্থিত ছিলেন।