
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বর্তমানে লন্ডনে আছেন। সেখানে তিনি চিকিৎসার জন্য লন্ডনে বড় ছেলে তারেক রহমানের বাসায় অবস্থান করছেন। এ সুবাদে দীর্ঘ ৮ বছর পর মায়ের সঙ্গে ঈদ উদযাপন করেছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও তার পরিবার।
ঈদের দিনের আনন্দ ভাগাভাগির সে ছবিও স্যোশাল মিডিয়ায় দেখা গেছে। পারিবারিক ছবিতে বড় ছেলে তারেক রহমান, তারেক রহমানের সহধর্মিণী জুবাইদা রহমান ও বড় নাতনি জাইমা রহমানের সঙ্গে খালেদা জিয়াকে দেখা যায়।
এরইমধ্যে প্রকাশ্যে এলো একটি ভিডিও। বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করা ভিডিওটিতে দেখা যায় লন্ডনের পার্কে মা খালেদা জিয়াকে নিয়ে হাঁটছেন তারেক রহমান।
এতে দেখা যায়, হুইল চেয়ারে বসে পার্কে ঘুরছেন খালেদা জিয়া এবং তার পাশে হাঁটছেন তারেক রহমানসহ অন্যারা।
এরআগে গত সোমবার রাজধানীর গুলশানস্থ বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে লন্ডন থেকে অনলাইনে যুক্ত হয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন খালেদা জিয়া ও তারেক রহমান।
২০১৮ সালে একটি দুর্নীতির মামলায় গ্রেপ্তার হয়ে পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন খালেদা জিয়া। পরে করোনার সময়ে সরকার তাকে বিশেষ বিবেচনায় কারামুক্তি দেয়।
গত ৫ আগস্ট অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের এক আদেশে খালেদা জিয়া মুক্তি পান। এরপর দুর্নীতির যে দুটি মামলায় তিনি কারাবন্দী ছিলেন, সেগুলোর রায় বাতিল করেন আদালত।
২০১৭ সালে চিকিৎসার জন্য লন্ডনে যান খালেদা জিয়া। ওই সময় তিন মাস তারেক রহমানের বাসায় অবস্থান করেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে ঈদুল আজহা উদ্যাপন করেন। এরপর দীর্ঘদিন কারাবন্দি থাকায় পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ উদ্যাপন করা হয়নি তার।