প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ১০:৩৩ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৫, ২০২৪, ৪:২৫ পি.এম
লক্ষ্মীপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
লক্ষ্মীপুর প্রতিনিধি:
স্বাস্থ্য সুরক্ষায় পরিষ্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ এমন প্রতিপাদ্য কে সঙ্গে নিয়ে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে ১৫ অক্টোবর (মঙ্গলবার) লক্ষ্মীপুরে র্যালি, আলোচনা সভা ও হাত ধোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে সকালে জেলা কালেক্টর ভবণ প্রাঙ্গণ থেকে র্যালি শুরু হয়ে গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা শুরু পূর্বে কালেক্টর ভবণ প্রাঙ্গণে বিভিন্ন শিক্ষার্থীদের অংশ গ্রহণে হাত ধোয়া নিয়ম শেখানো হয়।
জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী বিলকিস আকতার এর সভাপতিত্বে র্যালি ও আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক রাজিব কুমার সরকার। বিশেষ অতিথি ছিলেন, জেলা সিভিল সার্জন ডা: আহাম্মেদ কবির, অতিরিক্ত পুলিশ সুপার এবি সিদ্দিক,অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক জেপি দেওয়ান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী ফাতেমা তুজ জোহরা, মো: নাসির উদ্দিন প্রমুখ। এসময় বিভিন্ন সরকারী বেসরকারী দপ্তরের কর্মকর্তা,কর্মচারী, এনজিও, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী ও পেশার লোকজন উপস্থিত ছিলেন।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত