রবিউল ইসলাম খান
লক্ষ্মীপুর জেলায় বন্যায় জেলার ৫ টি উপজেলায় কৃষি খাতের ক্ষতি ২২৬ কোটি টাকা বলে জানিয়েছে কৃষি বিভাগ। তবে কৃষদের দাবী ক্ষতির পরিমাণ ৩০০ কোটি টাকার মতো। কেননা অনেক এলাকায় কৃষি মাঠকর্মীরা না গিয়ে মনগড়া রির্পোট দিয়েছে। এ ছাড়া শাকসবজিসহ কিছু পন্যের হিসাব দেয়নি কৃষি বিভাগ।
জেলা কৃষি বিভাগের তথ্য বলছে, জেলায় বোনা আমন ৩২৪০ হেক্টর,২৭৭.২ হেক্টর পান,৬ হেক্টর আদা,৭১ হেক্টর হলুদ,৯৩ হেক্টর আখ, ক্ষতিগ্রস্থ হয়েছে এর মধ্যে ধানে ১০২ কোটি,আদায় ৭০ কোটি,হলুদে ১৪৬ কোটি,আখে ২০৯ কোটি ক্ষতি হয়েছে।
এ ছাড়া ৩৯৭১৭ হেক্টর ফলবাগান নষ্ট হয়ে গেছে একে ক্ষতি হয়েছে ২কোটি ২৭ লাখ টাকার ক্ষতি হয়েছে। সদর উপজেলার হোসেনপুর গ্রামের হোসেন মিয়া ও চররুহিতা গ্রামের রহিম মিয়া বলেন অনেক আসা ভরসা নিয়ে ২য় বারের মতো রোপা আমন লাগিয়েছি সব চলে বন্যায়। অনেক টাকা ঋণ করে চাষাবাদ করেছি কিভাবে শোধ করবো এসব টাকা।
উপজেলা উপজেলা কৃষি কর্মকর্তা হাসান ইমাম বলেন, গত কয়েক দিনে সদর উপজেলার ২১ টি ইউনিয়নের বন্যার পানির কারণে কৃষকরা ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে। ইতিমধ্যে তালিকা তৈরি করে জেলা অফিসে পাঠানো হয়েছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সোহেল মো: সামসুদ্দিন ফিরোজ বলেন, বন্যার পানির কারণে রোপা আমনসহ অন্যান্য কৃষি পন্য ক্ষতি হয়েছে। এতে ২ শত ২৬ কোটি ক্ষতি হয়েছে। ইতিমধ্যে প্রত্যেক উপজেলায় কৃষকদের তালিকা তৈরি করে অধিদপ্তরে পাঠানো হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত