লক্ষ্মীপুর প্রতিনিধি:
গর্ভবর্তী ও দুগ্ধদানকারী মা ও শিশু পুষ্টি বিষয়ক প্রশিক্ষকদের ২ দিনব্যাপি প্রশিক্ষণ ২০ নভেম্বর (বুধবার) সকালে লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে শুরু হয়েছে।
জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এবং বিশ^ খাদ্য কর্মসূচির সহযোগীতায় সকালে প্রশিক্ষণ উদ্বোধন ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক জেপি দেওয়ান।
জেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উপপরিচালক বেগম সুলতানা জোবেদা খানম এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা: আহাম্মেদ কবির,জেলা পরিবার পরিকল্পনা উপপরিচালক নাজমুল হাসান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) অভি দাস প্রমুখ।
২ দিনের এই প্রশিক্ষণে জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাবৃন্দ অংশ নেয়।
প্রশিক্ষণে গর্ভকালিন মায়ের যত্ন, পুষ্টি ও খাবার পরিমাণ, শিশুর সংবেদনশীল ও উদ্দীপনামূলক যত্ন, প্রসূতি ও দুগ্ধদানকারী মায়ের পুষ্টিসহ বিভিন্ন বিষয়ের উপর ধারণা দেওয়া হবে বলে আয়োজকরা জানান।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত