রাজশাহীতে বোমা তৈরি ও সরবরাহের অভিযোগে জাহিদ হাসান (২৯) ওরফে বোমারু জাহিদকে গ্রেফতার করেছে নগর পুলিশ।
রোববার (৫ নভেম্বর) সকালে নগরীর লক্ষীপুর বাকির মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার জাহিদ হাসান নগরীর রাজপাড়া থানার বাকির মোড় এলাকার মৃত মজনু মিয়ার ছেলে। এছাড়াও রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য জাহিদ।
রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জামিরুল ইসলাম প্রিয়দেশ নিউজ কে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গ্রেফতার জাহিদ হাসান চিহ্নিত সন্ত্রাসী। তিনি নিজে বোমা তৈরি করে বিভিন্ন কায়দায় তা সরবরাহ করতেন। সম্প্রতি হরতাল ও অবরোধকে কেন্দ্র করে যে সকল পিকেটারকে আটক করা হয়েছে তাদের দেওয়া তথ্যে জানা যায় জাহিদ ককটেল সরবরাহ করতেন। পরবর্তীতে রোববার সকালে পুলিশ লক্ষীপুর বাকির মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে থেকে গ্রেফতার করে।
নগরীর বোয়ালিয়া মডেল থানার পূর্বের বিস্ফোরক আইনে দায়েরকৃত একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে বলেও জানান পুলিশ কর্মকর্তা।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত