পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নে ধনাঢ্য পরিবারের দুইজন ব্যক্তির নামে অসহায় দুস্থদের জন্য সরকারি বরাদ্দের চাল নেয়ার পথে 'চার' বস্তা চাল আটক করে প্রশাসনের কাছে জমা দিয়েছেন স্থানীয়রা। মঙ্গলবার (০৫নভেম্বর) দুপুরে কালাইয়া ইউনিয়নের বাজার রোড এলাকায় এ ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, একটি রিকশায় ১০ বস্তা চাল নেওয়া হচ্ছিলো। কিন্তু রিকশায় কোনো যাত্রী না থাকায় স্থানীয়দের সন্দেহ হয়। কয়েকজন যুবক রিকশা থামিয়ে চালের কার্ড দেখতে চাইলে রিকশা চালক তাদের ৫টি কার্ড দেখান। যার কার্ড দুইটি স্থানীয় যুবলীগ সভাপতির পরিবারের দুজন সদস্যের। যারা মূলত এই চাল পাওয়ার যোগ্য না৷ পরে বিষয়টি তারা ইউএনওকে জানালে, তিনি চালের বস্তা উপজেলা পরিষদে নিয়ে যেতে বলেন।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বশির গাজী গণমাধ্যমকে বলেন, 'দুস্থদের জন্য বরাদ্দ দেয়া ভিডাব্লিউডি চালের চার বস্তা চাল একটি রিকশায় পাওয়া গেছে৷ আমরা প্রাথমিক ভাবে জানতে পেরেছি- যেই দুইজন ব্যক্তির নামে দুই মাসের বরাদ্দ চার বস্তা চাল নেয়া হচ্ছিলো তারা দুস্থ নয়, ধনাঢ্য ব্যক্তি। ইউনিয়ন পরিষদ থেকে তাদের নাম দুস্থদের তালিকায় দেয়া হয়েছে। এবিষয়ে আমরা একটি তদন্ত কমিটি গঠন করে তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।'
অভিযোগ অস্বীকার করে কালাইয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মিজান মোল্লার বোন জানান, সরকারি কোনো বরাদ্দের তালিকায় নিজের নাম থাকার বিষয়টি তার জানাই নেই।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত