ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জড়িয়ে প্রকাশিত একটি ভুয়া সংবাদের বিষয়ে সতর্কতা জারি করেছে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন।
বুধবার হাইকমিশনের ফেসবুক পেজে এ বিষয়ে সতর্ক করা হয়েছে।
হাইকমিশন জানিয়েছে, ভারতীয় হাইকমিশনের গোচরে স্থানীয় যোগাযোগ মাধ্যমের একটি সংবাদ এসেছে যেখানে দাবি করা হচ্ছে যে, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি ভারতের প্রধান বিচারপতিকে চিঠি লিখেছেন। এই চিঠি সম্পূর্ণ মিথ্যা ও বিদ্বেষপূর্ণ। এর উদ্দেশ্য বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করা ও সামাজিক সম্প্রীতি বিনষ্ট করা। জনপরিসরে ভারত সম্পর্কে ইচ্ছাকৃতভাবে মিথ্যা ও ভুল তথ্য প্রচার করার এই অপচেষ্টা অত্যন্ত গর্হিত ও অনুচিত।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত